অভিনেত্রী শেহনাজ কে ভর্ৎসনা সালমনের

ছবি: সংগ্রহিত

রেগে গেলেন ভাইজান। বারংবার সতর্ক করা সত্ত্বেও তাঁর কথা অমান্য করায় মেজাজ হারিয়ে ফেললেন তিনি। বিগবসের সেটে পাঞ্জাবী অভিনেত্রী-গায়িকা শেহনাজ গিলকে বলে ফেললেন, চার আদমি ক্যয়া জাননে লাগ গ্যয়া, খুদকো ক্যাটরিনা কাইফ সমাঝনে লাগি হ্যয় ক্যয়া?

শনিবার (১১ জানুয়ারি) এক ইনস্টাগ্রাম পেইজ থেকে শেয়ার করা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে এমনটাই।

দিন কয়েক ধরেই শেহনাজের ব্যবহারে বিরক্ত বিগ বসের বাকি সদস্যরা। তাঁর বিরুদ্ধে উঠে আসছে একের পর এক অভিযোগ। অকারণে বাড়ির মধ্যে হই-হট্টগোল, চিৎকার করে কান্না, রেগে গিয়ে মাথা ঠোকা, সিদ্ধার্থের প্রতি অবুঝ প্রেম, বিতর্ক আর শেহনাজ যেন সমার্থক হয়ে উঠেছে।

এর আগে তাঁকে বহুবার ভাল ভাবে বোঝানো সত্ত্বেও তেমন লাভ হয়নি। সালমন নিজেও সাবধান করেছিলেন তাঁকে। কিন্তু তাতেও বদলাননি শেহনাজ।

শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথম বেশ কয়েক বার শান্ত থাকতে অনুরোধ করলেও শেহনাজ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, আমি এখানে আর থাকতে চাই না। একসময় মেজাজ হারিয়ে ফেলেন ভাইজান। পাল্টা চিৎকার করে তিনিও বলেন, আরে ইয়ার, জাস্ট লেট হার গো।

তাতেও চুপ করেননি শেহনাজ। বিরক্ত হয়ে সালমন এরপর শেহনাজকে উদ্দেশ্য করে বলে ফেলেন, চার জন লোক চিনতে শুরু করেছে, তাতেই কি নিজেকে ক্যাটরিনা ভাবতে শুরু করেছে নাকি?

ফম/শাপ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম