
চাঁদপুর: ফিলিস্তিনে গণহত্যা, ইসরাইলি আগ্রাসন ও ভারতে মুসলমান নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
তিনি বলেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদীদের এই হত্যাকাণ্ড আজ নতুন নয়। ১৯১৭ সালের পর ইউরোপে যখন ইহুদীদের কৃতকর্মের জন্য তাদের উপর গণহত্যা (হলোকাস্ট) শুরু হয় তখনই ব্রিটিশ চিন্তা করলো তাদের জন্য আলাদা একটি বসতি দরকার। পরিকল্পিতভাবে তখন ব্রিটিশ সরকার মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনকে টার্গেট করে। ইহুদি এমন এক জাতি সারা দুনিয়ায় তাদের কোন ভূমি নেই। যাদেরকে সাধারণ ভাষায় জারজ বলা হয়। তাই মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্য কে খন্ডবিখন্ড করার জন্যই তাদের পরিকল্পিত এই সিদ্ধান্ত ছিল।
তিনি বলেন, তারা আমাদের ভাই, ফিলিস্তিন ভালো নেই, আজ আমরাও ভালো নেই। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস সারা বিশ্বে সমাদৃত একজন ব্যক্তি। আমি আশা করব তিনি যেভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছেন তার পূর্বে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে এবং ফিলিস্তিনের সমস্যা সমাধান করবেন। সাড়া বিশ্বের মুসলিম উম্মাহ আজ এক আওয়াজ তুলতে হবে ফিলিস্তিনের নিজ আবাসভূমি তাদের কাছে ফিরিয়ে দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা চাই।
তিনি আরো বলেন সকল মুসলমান ইসরাইলি সকল পণ্য একযোগে বয়কট করতে হবে,তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে। মুসলমানদের কাছে তারা তাদের উৎপাদিত পণ্যবিক্রি করে মুসলমানদের অর্থে বুলেট কিনে আবার সেই বুলেট মুসলমানদের বুকে নিক্ষেপ করে। আমরা অবিলম্বে ফিলিস্তিনি এই সমস্যার সমাধান চাই। নচেৎ ইজরায়েলদের মদদ দাতা মার্কিন সাম্রাজ্যবাদেরও আমরা ছাড় দেবো না।
ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি শাহ জামাল গাজী সোহাগ, সাবেক প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসাইন, সাবেক সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ.এম নিজাম।
ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মুহাম্মদ মহিবুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মাহবুব ইমরান মাসুম, রিয়াজুর রহমান, নেছার উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদ হোসেন সিরাজী, জেলা শ্রমিক আন্দোলনের সহ সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডাক্তার মুজিবুর রহমান, পৌর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি ডি.এম ফয়সাল।
ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাইতুল আমীন শপথ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়।
মিছিলটি মুক্তিযোদ্ধা সড়ক হয়ে ছায়াবানী মোড়, হাজী মহসিন রোড, চিত্রলেখা মোড়, কলেজ গেইট হয়ে বিপনিবাগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা সহ বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্লেকার্ড হাতে দেখা যায়।
ফম/এমএমএ/