অবশেষে শেষ হলো ‘হৃদিতা’

পূজা চেরী। ছবি: সংগ্রহীত।

অবশেষে শেষ হলো ‘হৃদিতা’ ছবির শুটিং। টাঙ্গুয়ার হাওরে শুটিংয়ের মধ্য দিয়ে এর দৃশ্যধারণের পর্ব সমাপ্ত হয়েছে।

আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে ছবিটি সরকারি অনুদানে নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান।

ছবির একটি গানের শুটিং বাকি ছিল। সেটা শেষ করতে নায়ক এ বি এম সুমন ও নায়িকা পূজা চেরীকে নিয়ে গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যান পরিচালকরা। বেশ উপভোগ্য লোকেশনে মজা করে শুটিং শেষ করেছেন বলে জানান পূজা।

এত দিন ভিডিও ব্লগে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখেছেন পূজা। এবার দেখলেন সরাসরি উপস্থিত হয়ে।

পূজা বলেন, এমন সুন্দর জায়গা দেখেই নিজের ভিতরে প্রশান্তি চলে এসেছে। গানের শুটিংয়ে এখানে এলেও মনে হচ্ছে পিকনিকে এসেছি।

শুটিংয়ের ফাঁকে উপভোগ করেছি সময়টা, জায়গাটা। মাকে সঙ্গে নিয়ে এসেছি। তিনিও খুব এনজয় করলেন জায়গাটা।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান জানান, আপাতত ‘হৃদিতা’র শুটিং শেষ। এখন এডিটিং প্যানেলে কিছু প্যাচওয়ার্ক থাকলে সেটার শুট করতে হবে।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম