অপরিচ্ছন্ন পরিবেশ: হাজীগঞ্জে বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: পাশে খোলা টয়লেট, নেই হাত ধোয়ার সাবান, এর পাশে ময়লা আবর্জনা ও গোসলখানা, অপরিষ্কার অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, বিএসটিআই সার্টিফিকেট নেই, বিস্কুট ও কেকের গায়ে নেই উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ। এসব কারণে হাজীগঞ্জে একটি বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) হাজীগঞ্জ উপজেলার রামপুর তালতলা এলাকার বাজারের ওই বেকারিতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর। অভিযানে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয় সূত্রে জানাগেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক চাঁদপুর এবং হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর সার্বিক সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক নুর হোসেন জানান, হাজীগঞ্জ উপজেলার রামপুরের তালতলা এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। হাজীগঞ্জ বাজার এলাকায় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হলে প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

অভিযানে নিরাপত্তায় সহযোগিতা করেন হাজীগঞ্জ থানা পুলিশ এর একটি চৌকশ টিম। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম