শাহরাস্তি (চাঁদপুর): গ্রামাঞ্চলে আইনশৃঙ্খলা বলবৎ রাখতে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার উদ্যোগে গ্রাম পুলিশের সাপ্তাহিক প্যারেডে আধুনিক বাঁশি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ মার্চ) শাহরাস্তি মডেল থানা প্রাঙ্গনে এ প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সহায়ক শক্তি হিসেবে গ্রাম পুলিশের সদস্যরা চুরি ডাকাতি রোধ ও তথ্য দিয়ে সহায়তা করে। তাদের কর্মচঞ্চল রাখতে থানা পুলিশের পক্ষ থেকে সাপ্তাহিক প্যারেড আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেয়ার লক্ষ্যে এ কার্যক্রম পালিত হয়।
প্যারেড পরিদর্শন করেন শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুল ইসলাম।
প্যারেড পরিদর্শন শেষে থানার সার্ভিস ডেলিভারি কক্ষ মিলনায়তনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, গ্রামীণ অপরাধ দমনে গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। আপনারা সতর্কভাবে দায়িত্ব পালন করলে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিং, বাল্যবিবাহসহ গ্রামীণ পর্যায়ে সংগঠিত অপরাধ সিংহভাগ নির্মূল করা সম্ভব হবে।
প্যারেডে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/