হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ ও শাহরাস্তি থানার যৌথ আয়োজনে হাজীগঞ্জে বিট পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ্ ও কিশোর গ্যাং প্রতিরোধকল্পে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকার হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ।
‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগানে অনুষ্ঠিত সভায় মো. সোহেল মাহমুদ বলেন, দেশে কিশোর অপরাধ বেড়েই চলছে। তারা অস্ত্র মহড়া, মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি, মারামারি, খুন ও ধর্ষণের মত বড় বড় ঘটনা ঘটাচ্ছে। এছাড়াও এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টির জন্য লোমহর্ষক সব অপকর্ম করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সাথে জড়িততের উদ্দেশ্য ও ভাবনা পুরোটাই আলাদা। কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। তবে, আমরা মনে করি, এই কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশের চেয়ে পরিবারের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে এবং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
হাজীগঞ্জ ও শাহরাস্তিতে কিশোর গ্যাং মুক্ত রাখতে দুই উপজেলার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতার আহবান জানিয়ে মো. সোহেল মাহমুদ বলেন, আমি পুলিশ। রাত নাই, দিন নাই, যে কোন সময় আপনাদের সেবা দিতে আমরা প্রস্তুত আছি। তাই কিশোর গ্যাংয়ের অপরধাসহ সব ধরণের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাহরাস্তি ও কচুয়া সার্কেল) আবুল কাশেম চৌধুরী। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন মাওলানা মো. আরিফুজ্জামান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলার বিআরডিবি সভাপতি আবদুল মান্নান মোল্লা, হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা, আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম-আহবায়ক আলী আহম্মেদ ভুঁইয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় কুমার দাস, ছাত্রলীগ নেতা আবু বকর রাসেল প্রমুখ।
ফম/এমএমএ/