
চাঁদপুর: খেলার মাঠে বিশেষ করে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত উপজেলা ও জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের খেলাগুলোতে উপস্থিত অতিথি ও ক্রীড়ামোদী দর্শকদের সুন্দর খেলা উপহার দিয়েছেন চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
জেলা শিক্ষা অফিসের আয়োজেন বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ফাইনাল খেলায় প্রধান অতিথি সহ অনান্য অতিথিবৃন্দ কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি’র খেলোয়াড়দের খেলা দেখে চাঁদপুর স্টেডিয়ামে উপস্থিত সকলেই দলকে প্রশংসিত করেছেন।
দলটি এবারের জেলা পর্যায়ের টুর্নামেন্টে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগেও প্রাথমিক পর্যায়ে জেলা পর্যায়ের খেলায় এই বিদ্যালয়টি ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে গিয়ে চাঁদপুরের দলটি রানাসআপ হয়েছিলো।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া এ দলটি এ বছর ইউনিয়ন পর্যায়ে উত্তর বালিয়া সপ্রাবি, চাপিলা সপ্রাবি, উত্তর বালিয়া দক্ষিন সপ্রাবি, ফরক্কাবাদ সপ্রাবিকে হারিয়ে উপজেলা পর্যায়ে খেলার সুযোগ পায়। উপজেলা পর্যায়ের খেলায় হানারচর সপ্রাবি, জনতা বাজার সপ্রাবি, সেমিফাইনালে সদরের ৩নং বালাক সপ্রাবি ও ফাইনালে খেরুদিয়া সপ্রাবিকে ট্রাইবেকারে হারিয়ে জেলা পর্যায়ের খেলায় সুযোগ পায় দলটি। দলটি জেলা পর্যায়ে কচুয়া উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে মতলব দক্ষিনের সাথে জয়লাভ কওে ফাইনালে হাজীগঞ্জের আমিন মেমোরিয়ান প্রাথমিক বিদ্যালয়ের সাথে জয়ী হয়ে জেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দলটির সাথে খেলার শুরু থেকেই ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসেন সহ দলের খেলোয়াড়দের বিভিন্ন বিষয় পরামর্শ সহ মাঠে সাথে সাথে ছিলেণ এম. আর সবুজ ও কাজী মোঃ ইমরান হোসেন। আর সার্বিক তত্ববধায়নে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ মহসিন। দলের সাথে ফাইনালের দিন দেখা গেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কর্মকতা সহ স্থানীয় এলাকাবাসী।
জেলা পর্যায়ে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়া চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ২০১৪ সালে এ বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয় এবং ওই বছরই শ্রেনী কার্যক্রম ও শুরু হয়। এ বিদ্যালয়টি কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জমিদাতাও প্রতিষ্ঠাতা সুজিত রায় নন্দীর দাদার নামে প্রতিষ্ঠিত।
বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা হলোঃ- শেষ মোঃ তাসিন, রবিউল হাসান, নুরনব্বী মিয়াজী, গাজী মোঃ আবু হানিফ, মোঃ তানভীর হোসেন, মোঃ মাহিন, মোবারক হোসেন মারুফ, নয়ন হোসেন, জাহিদুল ইসলাম, মোঃ রনি গাজী, মোঃ শুক্কুর আলম, রাব্বি হোসেন, সোহাগ গাজী, নাহিদুল হাসান, রায়হান চকিদার, ইয়াসিন আহমেদ ও রায়হান মিয়াজী।
ফম/এমএমএ/চৌইই/