
শনিবার (০৯ সেপ্টেম্বর ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু এ রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছেন। এ রাষ্ট্রকে গড়ে তুলতে যা যা করা দরকার তা তিনি করে দিয়েছেন। তিনি শুধু স্বাধীনতা দিয়েই যান নি, এদেশের উন্নয়নের জন্যে সকল কাজ তিনি করে গিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দায়িত্ব নিয়েছেন। তিনি এদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তিনি সংগ্রামী নেতা থেকে কালজয়ী নেতা।
সেলিম মাহমুদ বলেন, আজকে বিএনপি-জামাত দেশে-বিদেশী যে অপপ্রচার চালাচ্ছে, তার বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার হতে হবে। বিশ্ব এখন জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থ ও প্রতিবেশীদের স্বার্থের মূল্যায়ন দেয়।
সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আখতার হোসেন।