
মা অমৃতা সিংহ ও ভাই ইব্রাহিমের সঙ্গে সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। মালদ্বীপে তাঁদের ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁর বিকিনি পরা ছবি ঝড় তুলেছিল ভক্তদের হৃদয়ে। কিন্তু দেশে ফিরে একেবারে অন্যরূপে নিজেকে ধরা দিলেন তিনি।
মালদ্বীপ থেকে ফিরে ঈশ্বরের আশীর্বাদ পেতে সারা গিয়েছিলেন মন্দিরে। সঙ্গে ছিলেন মা অমৃতা। সাদা রঙের সালোয়ার কামিজ পরে তিনি পূজো দিতে গিয়েছিলেন জুহুর মুক্তেশ্বর শনি মন্দিরে। সেখানে গিয়ে পূজো দিয়েছেন। মন্দিরে প্রদক্ষিণ করেছেন ভক্তি ভরে। তারপর বাইরে বেরিয়ে গরিবদের টাকা দিয়ে সাহায্যও করেছেন।
ফম/শাপ/