‘অন্যায়-অবিচার করেছে বলে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে’

চাঁদপুর: ইউনিয়ন কৃষক দলের সমাবেশ সফল করার লক্ষে  প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা কৃষক দল।
রবিবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি  সৈয়দ অলি উল্লাহ সিদ্দিকী।
তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে যে সমাবেশ হবে আমি আশাকরি আপনারা কুমিল্লা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হবেন । শেখ হাসিনা ১৭ বছর যে অন্যায় অবিচার করেছে। তার ফল  হিসেবে তাকে এদেশ থেকেই পালিয়ে যেতে হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু।
চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের সহ-সভাপতি হানিফ পাটওয়ারী,সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ জিতু,সদর উপজেলা কৃষক দলের সভাপতি মজিদ মৃধা, হাইমচর উপজেলা কৃষক দলের সভাপতি আবু তাহের সর্দার,মতলব পৌর কৃষক দলের আহ্বায়ক মাহবুব, মতলব উত্তর উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জেম,হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম,শাহরাস্তি উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কাশেম মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাররফ হোসেন, শাহজাহান পাঠানসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভার শুরুতে পবিত্র কুরআন  তিলওয়াত করেন সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল খান।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম