অনুভূতি

কবি মোঃ সালাহ্উদ্দিন হাজরা
ঢেউয়ের ডিঙায় চড়ে অনুভূতি মানস
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর
বুকে ঝড় তুলে যায়
ভেঙ্গে পড়ে মনের ব্যবধান প্রাচীর
এক বিন্দুতে এসে জড়ো হয় মনুষ্য মন
আবেগের সাগরে হাবুডুবু খায়।
ধর্ম জাতি অনুভূতির চাবি
মনের তালা খুললেই
অনুভূতিরা বের হয়ে আসে
প্রেম বন্ধুত্ব রক্তের সম্পর্ক
অনুভূতির কারখানা
উৎপন্ন আবেগ অনুভূতি দিয়ে
যেমনি বিশ্বাসের বুকে আঘাত হানা যায়
তেমনি বিশ্বাস ভালোবাসার অনুভূতি
দিয়ে তাজমহল গড়ে।
অনুভূতির জালে আটকে পড়েছে মানব দেহ
টেনে তোলার চেষ্টায় পাথর আরো পাথর হয়েছে
অনুভূতিও এখন বেচাকেনা হয়
অনুভূতির বাটখারা পৃথিবী
মাপতে গিয়ে তলিয়ে যায় অতল গহ্বরে
এটা এক ছোঁয়াচে রোগ
যার উত্তম দাওয়াই রোবোটিক মন
স্নায়ুগুলোকে বিদ্যুতায়িত করতে পারলে সম্ভব।
অনুভূতি চলে গেলেই
সুখ দুঃখ ক্ষুধা বলে কিছু থাকবে না
অনুভূতি এক বটবৃক্ষ
যার ছত্রছায়ায় দিশেহারা মনুষ্য মন
আবেগ অনুভূতি খেয়েই বেঁচে আছে মানুষ
অনুভূতির শরীর গন্ধমের দান
একবার গন্ধম খাওয়ার জন্যই এতো কিছু
আরেকবার খেলে কি হতো,,,,,,,,,,?
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম