অনুপ্রাণন পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ী হলেন আইরিন সুলতানা লিমা

দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা অনুপ্রাণন প্রকাশন আয়োজিত পাণ্ডুলিপি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কবি আইরিন সুলতানা লিমা। বৃহস্পতিবার ১৭ আগস্ট দুপুরে অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেইজে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে লিমার ‘ভুল প্রণয়ের গন্ধ’ কবিতার পাণ্ডুলিপিটি জুড়িবোর্ডের সিদ্ধান্তে নির্বাচিত হয়েছে বলে প্রতিষ্ঠানের কর্ণধার আবু এম ইউসূফের সূত্রে জানা যায়।

লিমার জন্ম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডীতে। গোলাম মোহাম্মদ জমাদার ও নিলুফা বেগমের জ্যোষ্ঠ কন্যা তিনি। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি নিজেকে নিয়োজিত করেছেন শিল্প-সাহিত্যের চর্চায়। অনেকদিন ধরে লিখছেন জাতীয় এবং স্থানীয় পত্রপত্রিকায়। বর্তমানে চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। গত বছরের শেষভাগে অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই কবি।

পুরস্কার প্রাপ্তি সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে কবি আইরিন সুলতানা লিমা বলেন, সবসময় মনে মনে চাইতাম আমার বইটি বের হওয়ার আগে পুরস্কৃত হয়ে যেন বের হয়। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। যখন প্রকাশনা সংস্থাটি প্রতিযোগিতার আয়োজন করে পাণ্ডুলিপি আহ্বান করেছে, তখন সাহস নিয়ে অংশ গ্রহণ করলাম। সম্মানিত জুড়িবোর্ডের সদস্যবৃন্দ আমার কবিতা পড়ে আমাকে নির্বাচিত করেছেন। আগামী বই মেলায় পাণ্ডুলিপিটি বই আকারে বের! আমি অনেক আনন্দিত। খুব সম্মানিত বোধ করছি নিজেকে।

উল্লেখ্য, মাস কয়েক আগে সারাদেশ থেকে অনূর্ধ্ব ৪০ ক্যাটাগড়িতে পাণ্ডুলিপি আহ্বান করে অনুপ্রাণন প্রকাশন। এতে দেশের বিভিন্ন জেলার তরুণ কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন চাঁদপুরের মেয়ে আইরিন সুলতানা লিমা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম