চাঁদপুর: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সদস্য ও ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইছহাক আলী খান পান্না অনিয়মকারী বীমা সম্পর্কে বলেছেন, আইনের উর্ধ্বে কেউ নয়। আপনারা লক্ষ করেছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী গ্রাহকের শত শত কোটি টাকা মিস ইউজ করেছে। এই ব্যাপারে এখন কি হবে। আমরা ইন্সুরেন্স এসোসিয়েশন এর সভাপতি শেখ কবির হোসেন এর নেতৃত্বে মাঝে মাঝে বৈঠক করছি এবং এসব বিষয়গুলো নিয়ে বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ‘আইডিআরএ’ কে জানাচ্ছি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার বিজনেস পার্ক কমিউনিটি সেন্টারে ডায়মন্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবসা উন্নয়ন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, বীমা শিল্পের সুনাম ও গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনার মাধ্যমে যারা গ্রাহকের টাকা আত্মসাৎ করে, পলিসি মেয়াদপূর্ণ হওয়ার পর অর্থ দেন না, ক্লেমগুলো ঠিকমত দেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা ‘আইডিআরএ’ কে আমরা বলে থাকি, লিখছি এবং পরামর্শ দিচ্ছি। ইতোমধ্যে এসব অনিয়ম অনেকটা কমেছে, যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিশেষ করে ফারইস্টে যে অনিয়ম ধরা পড়েছে, এখন গ্রাহকের টাকার কি হবে। এই বিষয়ে এখন সরকার অবগত হয়েছেন, আইনি প্রদক্ষেপও নিয়েছেন। আমরা এসোসিয়েশন থেকে ‘আইডিআরএ’ কে বলেছি এবং আবারও বলব যেসব কোম্পানীর কর্মকর্তা অনিয়ম করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হউক। ইন্সুরেন্সের যে নিয়ম আছে সে নিয়মে গ্রাহকের টাকা পরিশোধ হবে।
ফম/এমএমএ/