অতিরিক্ত যাত্রী নিয়ে চাঁদপুরে ঘাটে বিড়ছে লঞ্চ

চাঁদপুর : ধারণ ক্ষমতার কয়েকগুন অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে চাঁদপুরে আসছে অধিকাংশ লঞ্চ। যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা না করে লঞ্চ মালিক পক্ষ তাদের পকেট ভারী করার জন্য কোন নিয়ম নীতির তোয়াক্কা করছে না। যার ফলে লঞ্চের ভাড়া পরিশোধ করেও চরম দুর্ভোগের মধ্যে ৩ থেকে সাড়ে ৩ঘন্টা দাঁড়িয়ে চাঁদপুরে আসতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে দুর্ভোগ বেশী।

রবিবার (১ মে) দিনগত রাত ১০টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোর এই চিত্র দেখাগেছে।
রাত ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা এমভি আল বোরাক ৮শ’ যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও যাত্রী বহন করে এনেছেন প্রায় ৪ হাজার। এই লঞ্চ থেকে যাত্রী বের হতে সময় লেগেছে প্রায় ৩০ মিনিট।

লঞ্চের যাত্রী রবিন ও মিরাজ রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ভাড়া দিয়েও ঢাকা থেকে দাঁড়িয়ে চাঁদপুরে এসেছি। তাদের ইচ্ছেমত যাত্রী উঠিয়েছে লঞ্চে। সদরঘাটে লঞ্চগুলো মনিটরিং করার জন্য কোন লোক নেই। বাড়িতে ঈদ করব সে জন্য কষ্ট শিকার করে আসতে হয়েছে।

চাঁদপুর লঞ্চঘাটে থাকা একাধিক মালিক প্রতিনিধি জানান, সদরঘাট যাত্রী উঠানোর বিষয়ে তারা কোন কিছু বলতে পারবে না। কারণ ওই ঘাটে মালিকের অন্য লোকজন কাজ করেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন বলেন, জেলা পুলিশ, জেলা প্রশাসন ও নৌ পুলিশের যৌথ প্রচেষ্টায় দীর্ঘদিনের বিশৃঙ্খল লঞ্চঘাটের যাত্রী সেবা ব্যবস্থা শৃঙ্খলার মধ্যে চলে এসেছে। এখন আর যাত্রীদের ব্যাগ নিয়ে টানাটানি হয় না।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম বলেন, ঢাকা থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো আসছে এবং আসতে পারে। কিন্তু এই বিষয়ে আমারত কিছু করার নেই। তবে যেসব লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে আসছে তাদের বিষয়ে আমি হেড অফিসকে জানাব।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম