চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরে রোগীদের বিভিন্ন পরীক্ষার ফি নির্ধারিত মূল্যের অতিরিক্ত নেয়া এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় দুইটি হাসপাতাল মালিককে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মতলব জেবি উচ্চ বিদ্যালয় এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ দুপুরে মতলব বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত অপরাধে পরীক্ষার ফি অতিরিক্ত রাখায় মা ও শিশু হাসপাতালকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় সাকিব ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকাসহ দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানার একটি চৌকস পুলিশ টিম। ভোক্তার অধিকার সংরক্ষণে আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/