ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুর এলাকায় রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শাম্মী আক্তার পৌর এলাকার কাউতলীর কালন মিয়ার মেয়ে ও পশ্চিম পাইকপাড়ার হৃদয় মিয়ার স্ত্রী।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ি পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে নয়নপুর নামক স্থানে চলন্ত অটোরিকশায় তার ওড়না পেঁচিয়ে যায়।
এতে তিনি অটোরিকশা থেকে ছিঁটকে সড়কে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা যান। ইসিজি করে তাকে মৃত ঘোষণা করা হয়।-খবর কালের কন্ঠ অনলাইন।
ফম/এমএমএ/