চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষাউপকরণ বিতরণ,আলোচনা সভা ,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীর জন্য স্মরণীয় দিন। আল্লাহর রহমতে করোনা ভাইরাসের প্রার্দুভাব কমায় তোমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে।তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমরা পরীক্ষার হলে যাবে। অত্যন্ত ৩০মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করবে।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করায় আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। অটোপাশ থেকে সরাসরি পরীক্ষা তোমাদের জন্য অনেক ভালো। তোমরা এসএসসি পাস করে পাশ্ববর্তী জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। সেখানে সকল বিষয়ে অত্যন্ত মেধাবী শিক্ষক রয়েছে। অবকাঠামোগত দিক থেকে অনেক উন্নত জিলানী চিশতী কলেজ। কম্পিউটার শিখার জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। জিলানী চিশতী কলেজটি মাদক, সন্ত্রাস, রাজনীতি মুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। মেয়েদের জন্য নিরাপদে শিক্ষা গ্রহনের অভয়ারন্য জিলানী চিশতী কলেজ।
তিনি আরও বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির কাছে কৃতজ্ঞ। এ বিদ্যালয়সহ এখানকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করেছেন। উন্নয়ন হয়েছে সমগ্র দেশসহ চাঁদপুরেও।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফাহিমা জাহান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: ফজলুল করিম খান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাত হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি লাইব্রেরীয়ান শিক্ষক মো: রবিউল আউয়াল খান, কম্পিউটার অপারেটর মো: মোস্তফা কামালসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মুনাজাত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
ফম/এমএমএ/