
ভালোই সময় যাচ্ছে সাইফ আলী খানের প্রথম স্ত্রীর কন্যা সারা আলি খানের। জানুয়ারির শুরুতেই আনন্দ এল রায় ঘোষণা করেছিলেন তার পরবর্তী ছবির কথা। অক্ষয় কুমার, সারা আলি খান এবং ধানুশকে নিয়ে বানাচ্ছেন ‘আতরঙ্গি’।
জানা গেছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সারাকে। অক্ষয় এবং ধানুশ দু’জনের সঙ্গেই রোমান্স করবেন তিনি। ক্রস কালচারাল ভালোবাসার কাহিনি বোনা হয়েছে চিত্রনাট্যে। ছবিটি তৈরি হচ্ছে বিহার এবং মাদুরাইয়ের পটভূমিকায়।
সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খানের ‘লাভ আজ কাল’। প্রথমদিন ছবিটি ভাল চললেও দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে মন্দা। খুব একটা ভাল ব্যবসা করতে পারেনি ইমতিয়াজের এই ছবিটি।
ফম/শাপ/