মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ও দূর্গাপুর ইউনিয়ন কর্তৃক এক উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।
দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র মোঃ আরিফ উল্যাহ সরকার, ঢাকা রমনা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেস খান সুফল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, মোহনপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান আতিক।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মতলবের আপামর জনতার বহু কাঙ্খিত মতলব-গজারিয়া সেতুর নির্মাণ কাজ আগামী অক্টোবর মাসের মধ্যেই শুরু হবে। এই সেতুটি বাস্তবায়ন হতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার কোটি টাকা। এরমধ্যে ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় হবে মূল্য সেতু আর অ্যপ্রোচ সড়ক। আর বাকী ৩০০ কোটি টাকা ব্যয় হবে মতলব পর্যন্ত সড়ক প্রসস্থ করণে। এই সেতুটি বাস্তবায়ন হলে, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী সকল কয়েকটি জেলার মানুষ খুব সহজেই ঢাকায় যাতায়াত করতে পারবেন।
তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী সরকারের কারণে দেশের জনগণ অনেক সুবিধা পেয়েছে। মতলব উত্তরেই প্রায় তিন হাজারেরও বেশি মানুষ বিভিন্ন ভাতা পাচ্ছে। ভিজিডি ভিজিএফ সুবিধা পাচ্ছে। মতলবের বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন হয়েছে। এমনি করে সারাদেশেই মডেল উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার বিকল্প নেই। বিএনপি জামায়াত যতই সন্ত্রাসী নৈরাজ্য করুক না কেন, তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। গত ১৫ বছর ধরেই তারা এসব বলতেছে। সুতরাং আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক চেয়ারম্যান শাহ মোঃ আল আমিন সরকার, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খসরু ঢালী, উপজেলা যুবলীগের সদস্য শরীফ উল্লাহ সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, দূর্গাপুর ইউনিয়ন নেছার উদ্দিন মিশন, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।
ফম/এমএমএ/